বশিরুজ্জামান, ঈদগাঁওঃ জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী শহিদ নুরুল আমিনের পরিবারকে সম্মান জানিয়ে তাঁর বাড়ি পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিন। বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকেলে তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া গ্রামে শহিদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সময় কাটান। এ সময় শহিদ পরিবারের হাতে আর্থিক অনুদান চেক তুলে দেন পুলিশ সুপার।
শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ সুপার বলেন,”শহিদ নুরুল আমিনের মামলাটি অনেক চেষ্টার পর রুজু করা সম্ভব হয়েছে। এটি অন্য শহিদদের মামলার তুলনায় এক অনন্য দৃষ্টান্ত।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ পিয়ার, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, এনসিপি নেতা তারেকুর রহমান, যুবনেতা রহিম চৌধুরী, ছাত্রদল নেতা হাবিব আজাদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জুলাই মাসে ঘটে যাওয়া এক অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নুরুল আমিন। পরে ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শহিদ হন। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।