বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

রামুতে অসহায় কৃষকের উপর অতর্কিত হামলার অভিযোগ, অভিযুক্ত আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
মে ১৫, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ৬ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায় এক অসহায় কৃষকের উপর অতর্কিত ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক ইমাম উদ্দিন অভিযোগ করেছেন, স্থানীয় সমবায় সমিতির সভাপতি রফিকউল্লাহ তাকে জোর করে ভোট দেওয়ার নির্দেশ দিলে তিনি রাজি না হওয়ায় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে গত ১০ মে শনিবার রাত ৮টার দিকে, রামু দক্ষিণ মিঠাছড়ি স্টেশনে। আহত অবস্থায় ইমাম উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি ৩ দিন চিকিৎসাধীন ছিলেন।

ইমাম উদ্দিন জানান,
“রাতে বাড়ি ফেরার সময় রফিকউল্লাহ আমাকে ডেকে সমিতির আসন্ন নির্বাচনে তাকে ভোট দিতে জোর করে। আমি রাজি না হলে, হঠাৎ করে জনসম্মুখে আমার মাথা ও পিঠে ছুরিকাঘাত করে। পরে স্টেশনের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

অভিযুক্ত রফিকউল্লাহ, মৃত নুরুল আলমের পুত্র এবং দক্ষিণ মিঠাছড়ি সমিতি পাড়া সমবায় সমিতির বর্তমান সভাপতি। তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

মুঠোফোনে যোগাযোগ করা হলে রফিকউল্লাহ বলেন,
“ইমাম উদ্দিনের সঙ্গে আমার কিছুটা বিরোধ হয়েছে। তবে আমি ছুরি ব্যবহার করিনি, একটি প্লাস্টিকের লাঠি দিয়ে আঘাত করেছি। সেও আমাকে আঘাত করেছে।”

বিশেষ সূত্রে জানা গেছে, রফিকউল্লাহ আওয়ামী লীগের দাপটশালী নেতাদের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে সমিতির ক্ষমতা ভোগ করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি জোরপূর্বক ভোট গ্রহণ করে সভাপতি পদে আসীন হয়েছেন এবং সমিতির অর্থ আত্মসাতসহ অনিয়মে জড়িত।

সমিতির অনেক সদস্যের দাবি, তারা কোনও বিষয়ে মত প্রকাশ করলেই রফিকউল্লাহর হুমকি ও হামলার শিকার হন।

ভুক্তভোগী ইমাম উদ্দিন প্রশাসনের নিকট তার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে বলেছেন,
“আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”

এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ হওয়ায়, তার বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন, এলাকার সচেতন মহল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে পাহাড় ধ্বসে মুয়াজ্জিন দম্পতির মৃত্যু

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৩৭৫০০ ছাড়িয়ে গেছে

ইসরায়েলের ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকির জবাবে হিজবুল্লাহ প্রধানের পাল্টা হুঁশিয়ারি

গোলাম পরওয়ারের

স্বাস্থ্যসেবা খাতে নীতিমালা প্রণয়নের আহ্বান গোলাম পরওয়ারের

ঈদগাঁওতে গভীর রাতে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান: মাটিভর্তি ডাম্পার জব্দ!

ফেনীর সোনাগাজীতে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ।

ফেনীর সোনাগাজীতে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ,মা-ছেলে গ্রেফতার।

ইসির কাছেই থাকছে এনআইডি সেবা

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি : জেলায় ৯০৬ হালনাগাদ কর্মকর্তা নিয়োগ

ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা

নাফিজ সরাফাত পরিবারের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

বাক স্বাধীনতাকে দেশের সংবিধানে সমুন্নত করেছিলেন বঙ্গবন্ধু