বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বির্জাখাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে জামায়াত সেক্রেটারি

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
এপ্রিল ২৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

শিহাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো দুর্যোগে সবার আগে জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়িয়েছে।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে বির্জাখাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি বলেন, একটি কল্যাণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি এলাকার সকল জনগণ, প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের লোকদের বাকলিয়া বির্জাখাল খনন কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বাকলিয়ার বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে জামায়াত কর্মীদের প্রচেষ্টায় বির্জখাল খনন ও পরিস্কার পরিচ্ছন্নতার শতকরা ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, টেকনিক্যাল টিম সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার ফাহমি, ইঞ্জিনিয়ার টিপু, বাকলিয়া থানা জামায়াতের নায়েবে আমীর আবুল মনসুর, জামায়াত নেতা ডা. মুহাম্মদ ইলিয়াছ, শেখ আহমদ, মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল জলাবদ্ধতা নিরসনে বির্জাখালে খনন কাজের উদ্বোধন করা হয়। ২০ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম নগরীর দুঃখ বর্ষাকালে জলাবদ্ধতা। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জামায়াতে ইসলামী দেশের বর্তমান সরকারকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেশের উন্নয়নের কাজে সহযোগিতার লক্ষ্যে জামায়াতের অর্থায়নে এ প্রকল্প গ্রহণ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ