ভয়াবহ দাবানলের কারণে তাদের রোবোটিক প্ল্যানেটারি এক্সপ্লোরেশনের প্রধান কেন্দ্র জেট প্রপালশন ল্যাব বা জেপিএল বন্ধ করতে বাধ্য হয়েছে নাসা।
ইটন কাউন্টিতে দাবানলের আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের ঠিক উত্তরে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে অবস্থিত জেপিএল সাময়িকভাবে নাসা বন্ধ করেছে বলে প্রতিবেদনে লিখেছে স্পেসডটকম।
জেপিএল-এর পরিচালক লরি লেশিন বৃহস্পতিবার এক এক্স পোস্টে লিখেছেন, “জরুরি বিভাগের কর্মী ছাড়া বন্ধ রয়েছে জেপিএল। এখন পর্যন্ত আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কেন্দ্রটির। তবে দাবানলটি ল্যাবের খুব কাছেই। শত শত জেপিএল কর্মীকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে ঘরবাড়ি হারিয়েছেন দাবানলে।”
জেপিএল যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়নে চললেও এটি পরিচালনা করে ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’। নাসার অনেক হাই-প্রোফাইল রোবোটিক মিশন পরিচালনা করে এই কেন্দ্রটি।
জেপিএল পরিচালিত কার্যক্রমের মধ্যে রয়েছে পার্সিভ্যারেন্স, মার্স রোভার কিউরিওসিটি ও পাঁচশ কোটি ডলারের ইউরোপা ক্লিপার, যেটি সম্প্রতি চালু হয়েছে বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপাতে অনুসন্ধানের জন্য।
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্যাসাডিনার উত্তরে আলতাডেনার কাছে ইটন কাউন্টিতে এ দাবানলের ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিবিএস প্রতিবেদনে লিখেছে, এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার একর বা চারশ হেক্টর এলাকা পুড়ে গেছে।
জেপিএল যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়নে চললেও এটি পরিচালনা করে ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’। নাসার অনেক হাই-প্রোফাইল রোবোটিক মিশন পরিচালনা করে এই কেন্দ্রটি।