রবিবার , ২ জুন ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. খেলা
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. ধর্ম
  12. নোটিশ-বিজ্ঞপ্তি
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বারবার অগ্নিকাণ্ডে নাশকতার ইঙ্গিত পাচ্ছেন রোহিঙ্গারা

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
জুন ২, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ তে সপ্তাহের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসার আগে প্রায় দুই শতাধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে যায়। এর আগে ২৪ মে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৫ শতাধিক বসতি-দোকান ঘর।

বারবার ঘটা অগ্নিকাণ্ডকে নাশকতা বলে দাবি করছেন সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়রা। তাদের দাবি, ক্যাম্পে প্রভাব বিস্তার করতে সশস্ত্র গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে এই আগুন লাগাচ্ছে। অনেকে আবার আগুন লাগানোর ঘটনার সঙ্গে বেশ কিছু এনজিও সংস্থা জড়িত বলে দাবি করেছেন।

আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমীর জাফর।

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তার সঠিক কোনো তথ্য দিতে পারছে না দমকল বাহিনী।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, কীভাবে শনিবার এবং পূর্বের আগুনের সূত্রপাত হয়েছে তা সুনিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। তদন্তের পর আগুন লাগার বিষয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে পাহাড় আর সরু রাস্তা। নেই পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা কিংবা পানির উৎস। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের ভোগান্তি পোহাতে হয়। ফলে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যাচ্ছে না।

সাধারণ রোহিঙ্গাদের মতে, গেলো ২৪ মে একই ক্যাম্পে দিন দুপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় তিন শতাধিক বসতি। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ২ শতাধিক বসত ঘর ও অর্ধ-শত দোকানপাট। সে ঘটনায় এখনো খোলা আকাশের নিচে দিনযাপন করছে সহস্রাধিক রোহিঙ্গা। এরইমধ্যে শনিবার (১ জুন) দুপুরে আবারও ক্যাম্প-১৩ তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে আসার আগে আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক বসতি। আংশিক ক্ষতি হয়েছে আরও অর্ধশত ঘরের।

বারবার আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলে মনে করেন তারা। তাদের অভিযোগ আগুন লাগার ঘটনা তদন্ত করা হলেও প্রকাশ্যে আসে না তদন্ত রিপোর্ট। আর অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় নাশকতার ঘটনা বারাবার ঘটছে। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ রোহিঙ্গাদের।

রোহিঙ্গাদের দেওয়া তথ্য মতে, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে আরকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের পর রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, আল-ইয়াকিন, আরএসওসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ক্যাম্পে অবস্থান করছে। এরপর থেকে রোহিঙ্গা ক্যাম্প দিন দিন উত্যপ্ত হয়ে ওঠে। ক্যাম্প নিজেদের নিয়ন্ত্রণে রাখতে খুনোখুনির পাশাপাশি নাশকতার চেষ্টা করছে তারা। এরইমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে সংগঠনগুলোর অনেক সদস্যকে। এ অবস্থায় নিয়ন্ত্রণ কম থাকা ক্যাম্পে আগুন দিচ্ছে অপরাধীরা। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে শফিউল্যাহ কাটা পুলিশ ক্যাম্পের টহল দল ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৮ ব্লকে ওয়ার্ল্ড ভিশন মাঠে গেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী রোহিঙ্গারা। এতে এক পুলিশ সদস্য জখম হয়েছেন।

ক্যাম্প-১৩ বি-ব্লকের বাসিন্দা আব্দুর রহমান বলেন, যে ক্যাম্পে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ নেই তারা সেখানে গিয়ে আগুন দিয়ে পালাচ্ছে। তারা ক্যাম্প নিয়ন্ত্রণে নিতে অপরাধ করছে। আর আমরা সাধারণ রোহিঙ্গারা কষ্ট পাচ্ছি।

রহমত উল্লাহ, আয়াছ ও করিম এমদাদ নামে অপর রোহিঙ্গারা বলেন, ক্যাম্পে অনেকগুলো গ্রুপ আছে। সন্ধ্যা হলেই পুরো ক্যাম্পের নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র গোষ্ঠির হাতে। এসব গ্রুপের সদস্যরাই অস্থিরতা তৈরি করতে ক্যাম্পে একের পর এক আগুন লাগাচ্ছে।

এদিকে শনিবার আগুনে ক্ষতিগ্রস্ত ইছহাক নামে এক রোহিঙ্গা বলেন, বসতি পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি।

রবিউল বলেন, আগুন সবকিছু শেষ করে দিয়েছে। ছোট বাচ্চাদের নিয়ে কী করবো বুঝে আসছে না।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলো খোলা আকাশের নিচে থাকবে না। যতদিন ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো তৈরি করা হচ্ছে না ততদিন তারা আশেপাশে তাদের নিকট আত্মীয়, স্বজন ও বিভিন্ন সংস্থার শেল্টারগুলোতে অবস্থান করবে। খাবার নিয়ে এখনো কোনো সমস্যা তৈরি হয়নি। আশা করি হবেও না। নাশকতার বিষয়টি শুনতে পাচ্ছি। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে আশা করি।

রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমীর জাফর বলেন, আগুন লাগার ঘটনা নাশকতা, এ কথাটি আমাদের কানেও এসেছে। আমরা কথাটি একেবারে উড়িয়ে দিচ্ছি না। বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গণ্ডগোল শুরু হলে তার ছোঁয়া এপারেও লাগে। ওপারের অপরাধীরা গোপনে ক্যাম্পে আসেনি সেটি আমরা বলছি না। আমরা সব এজেন্সির সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কোনো অবস্থায় অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ