বশিরুজ্জামান, ঈদগাঁও প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঈদগাঁওতে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলার উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে আসর নামাজের পর এ কর্মসূচি শুরু হয়। গণ মিছিলটি বাজারের প্রধান সড়ক ডিসি রোড দিয়ে এসে বাসস্টেশন অতিক্রম করে গরুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে বেস্ট লাইফ ইনসুরেন্সেরের বিল্ডিংয়ের সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল গণ মিছিলে এসে যোগ দেয়।
উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-রামু ও ঈদগাঁও আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন ও উপজেলার আমীর সেলিম উল্লাহ জিহাদি।
বক্তারা বিগত ২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণজাগরণের কথা স্বরণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে বলেন স্বৈরাচারের পতন হলেও চাঁদাবাজের এখনও পতন হয়নি। দেশে দুর্নিতিবাজ ও চাঁদাবাজ নির্মূল করে বাংলাদেশকে নতুনরূপে সাজাতে হবে। সেইজন্য আগামীর সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামকে সমর্তন করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ঈসলামের পতাকাকে জয়যুক্ত করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের বিপ্লবী নেতা-কর্মীসহ হাজার হাজার ইসলামপ্রিয় সাধারণ মানুষ।