মোঃ নাজির হোসেন পুতুর কৃতজ্ঞতা প্রকাশ
ইউসুফ খান
কক্সবাজার পৌর মৎস্যজীবী দল, ২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন পুতু তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন—
“আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় আমি শহর সভাপতি জনাব আবদুল আজিজ, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর এবং অর্থ সম্পাদক জনাব মুজিব হোসেন-কে অন্তরের গভীর থেকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন: “আমি মৎস্যজীবী দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে ভবিষ্যতে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দলের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।”
“দলীয় ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক ইনশাআল্লাহ।”
এই প্রতিক্রিয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তির বার্তা পৌঁছেছে বলে জানা গেছে।