বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কক্সবাজার পৌরসভায় জনদুর্ভোগ বন্ধের আল্টিমেটাম

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
জুলাই ১৬, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময় সভায়-

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভায় জনদুর্ভোগ বন্ধে আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লালদীঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তাগণ এই আল্টিমেটাম দিয়েছেন।

কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহিম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখযুদ্ধা জেলা বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক রহমান। শামশুল আলম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাহেদ হোসেন, আব্দুর রহমান হাশেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বলেন, কক্সবাজার পৌরসভার জনদুর্ভোগ এখন চরমে। কোন সেবাই এখন টাকা ছাড়া মেলেনা। নিয়োজিত পৌর প্রশাসকের নিয়মিত অফিস না করা, এলাকা পরিদর্শনে না যাওয়ার ফলে সাধারন নাগরিক নিয়মিত সেবা হতে সম্পূর্ণ বঞ্চিত। পৌরসভার সিনিয়র কর্মচারীদের রদবদল না হওয়ায় তারা ফ্যাসিস্টের মত আচরন করছে সাধারণ জনগণের সাথে। যা বন্ধ করার আকুতি অনেক ভুক্তভোগীর। তাছাড়া পৌরবাসী সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে। অগ্রাধিকার ভিত্তিতে পৌরবাসীর এই সমস্যাটি সবার আগে সমাধান করা জরুরী। পৌর বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশের জন্যে মারাত্মক ক্ষতিকর।বর্তমান পৌর বর্জ্য সরাসরি নদী ও সাগরের পানিতে মিশে যাচ্ছে। যা একটি পর্যটন শহরের জন্য হুমকি স্বরুপ। এসকল সমস্যা গুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পৌর কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে অচিরেই। না হয় জনগনকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে সাইফুর রহিম শাহীন বলেন, পৌরসভার জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে প্রশাসক পরিবর্তন করতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান। আগামীতে জেলার যে কোন সংকটে স্থানীয় জনগনকে সাথে নিয়ে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। জেলার প্রতিটা উপজেলায় কমিটি গঠন করে জনদুর্ভোগ লাঘবে কাজ করার অঙ্গীকার করেন।

কক্সবাজার পৌরসভায় জনদুর্ভোগ লাঘবে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময় সভায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আগামীতে এই পরিষদের যে কোন সংগ্রামে সকলকে পাশে থাকার অনুরোধ জানান পরিষদের নেতৃবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ