ছৈয়দুল আমিন সাঈদ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর এক ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
নিহত কামাল হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও বলেন, সোমবার ৭ জুলাই রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইউপি সদস্য কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তাভর্তি কিছু দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্বজনেরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।