আইয়ুব চৌধুরী
রাজস্থলী,রাঙ্গামাটি
গরিব নারিদের জন্য সরকারি বরাদ্দকৃত বিডব্লিউবি এর চাউল ও জিআর এর চাউল বুঝাই ট্রাক খাদ্য গুদাম হতে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ি পাড়া চিতাখোলা এলাকায় আসলে খাদে পড়ে যায়।
১১জুন বিকেল সাড়ে চারটায় চাউল সহ খাদে পড়ে চট্রমেট্রো ট-১১-৭১৯৬ নং গাড়িটি এবং বিডব্লিউবি ও জিআর এর চাউল কি পরিমান নষ্ট হতে পারে তা স্ব শরিরে পরিদর্শন করেন ইউএনও রাজস্থলী।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র বলেন-বিডব্লিউবি এর ৫৮০ জনের ১৭৪০০ কেজি,জিআর এর প্রতিজনের দশ কেজি করে মোট তিনশত কেজি চাউল নিয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিল।পথে দূর্ঘটনা ঘটে তৎক্ষনাৎ আমি ঘটনা স্থলে যায়,ওখানে কোন হতাহত হয়নি এবং চাউল উদ্ধার করে বাঙ্গালহালিয়া পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা যাচ্ছে না,ইউনিয়ন পরিষদে চাউল নেওয়ার পর জানা যাবে বলে তিনি জানান।
ঘটনা স্থলে থাকা কয়েকজন ধরনা করছেন ২০-২৫ বস্থা চাউল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

                    







                                    
                                    








