বশিরুজ্জামান, ঈদগাঁও:
ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৬ ঘন্টা পর আব্দুল্লাহ তামিম (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে ঈদগাঁও নদীর পোকখালীর পূর্ব গোমাতলী অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তামিম ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি মেম্বার আমান উল্লাহ জানান, রোববার (১৮ মে) বিকাল ৪টার দিকে পূর্ব গোমাতলী বাজার এলাকার বাঁধের ধারের দোকানের পেছনের নদীতে মাছ ধরতে গিয়ে তামিম নিখোঁজ হয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় আজ (সোমবার) সকাল ৮ টায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারি হয়ে প্রকৃতি। এখনও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ঘটনার সত্যতা বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মছিউর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ হয়নি।