মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া বাজারে বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা প্রসাশন। এতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।
এই নানান অনিয়মে অর্থদণ্ড ও সর্তকতা করেন এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা প্রসাশন এর পক্ষ থেকে।ফেনীর ছাগলনাইয়া বাজারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। এই সময় অপরিষ্কার,নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় এবং বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় অর্থদণ্ড করা হয় হোটেলে। ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন যে খাবার খেয়ে মানুষের জীবন বাঁচা সেখানে যদি নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ থাকে তাহলে তা হবে মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ।জনগণের জীবন রক্ষায় ছাগলনাইয়া উপজেলা প্রসাশন এর এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।