শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নাসিরনগরে হত্যার ঘটনায় বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
এপ্রিল ২৬, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হত্যার ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। গত ২১ সোমবার রাত থেকে এ পর্যন্ত বাড়ি ঘরের বিভিন্ন দামী আসবাবপত্রসহ, গৃহপালিত পশু( গরু), পানির টিউবওয়েল,মটর ইত্যাদি মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

জানা যায়,গত সোমবার সকালে ( ২১ এপ্রিল) সকাল ১২টার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফসলি জমির মাঠ থেকে জোহর আলী মিয়া (৬৫) নামের এক কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের পর দাফনের জন্য নিয়ে যায় নিহতদের আত্মীয় স্বজনরা। পরে দাফন শেষে রাতের বেলায় সেদিন থেকে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের চালানোর অভিযোগ পাওয়া যায়।

তবে স্থানীয় অনেকে জানিয়েছে, সোনাতোলা গ্রামের জোরালী মিয়ার গোষ্ঠীর সাথে কিছু দিন আগে একই গ্রামের আরেকটি গোষ্ঠীর দ্বন্দ্বকে কেন্দ্র করে একজন নিহত হয়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। তবে জোরালী হত্যার ঘটনায় জনমনে রহস্য সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, কারো গোয়ালঘর ফাঁকা গরু নিয়ে গেছে, কারো ঘরের আসবাবপত্র মাটিতে ভাঙ্গা পারে আছে, ঘরের মূল্যবান জিনিস নিয়ে গেছে, কারো বাড়ির টিউবওয়েলও খুলে নিয়ে গেছে লুটপাটকারীরা।

স্থানীয় বাসিন্দা মো. শাহেদ মিয়া বলেন, হামলা চালিয়ে আমাদের বাড়ি-ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। ১০ -১২টি গরু নিয়ে গেছে। প্রাণের ভয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। আমরা জীবনের নিরাপত্তা চাই।

প্রাণ ভয়ে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালানো ভিডিও কলে জেসমিন বেগম বলেন, আমার স্বামী রমজান মিয়া একজন প্রবাসী। অনেক কিছু আমার ঘরে ছিল। বিদেশ থেকে কষ্ট করে আমার স্বামী এগুলো কিনেছিল। তারা সবকিছু নিয়ে গেছে। আমি প্রাণের ভয়ে কোন রকম সন্তানদের নিয়ে বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় আশ্রয় নিয়েছি।

হামলার শিকার দানেস মিয়া বলেন, কোন পক্ষই আমার কেউ লাগে না। আমি প্রাণ ভয়ে রাতে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার সময় জোরালী পক্ষের লোকজন আমাকে মারধর করেছে, পায়ে কুপিয়েছে, সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলন বলেন, এব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাসেল’স ভাইপারের দংশনের শিকার হলে কী করবেন?

পেকুয়ায় ২ হাজার প্রান্তিক চাষীর মুখে হাসি

রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ: ফখরুল

শিক্ষার মান উন্নতিকরণে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় প্রথম সভা অনুষ্ঠিত

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ফেনীতে নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনের প্রস্তাব।

কক্সবাজারে পাহাড় ধ্বসে মুয়াজ্জিন দম্পতির মৃত্যু

ড. ইউনুছ আওয়ামী প্রশাসনকে এখনো পরিবর্তন করতে পারেনি-ড. অলি আহমদ বীর বিক্রম

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।

ঈদগাঁওতে চট্টগ্রাম-কক্সবাজার

ঈদগাঁওতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন দাবিতে মানববন্ধন!

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯৫