মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযানে ২ টি এক্সেভেটর ও ৪ টি ট্রাক জব্দ করা হয়।
অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ০২ (দুই) টি এস্কেভেটর অকেজো ও ০৪ (চার) টি ট্রাক জব্দ করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত গণউপদ্রব সৃষ্টিকারী গণশত্রুদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহবান জানান।ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা প্রতিরোধে গভীর রাত পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত দুইটি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা,জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ০৪ (চার) টি ট্রাক জব্দ করা হয়।
এই সময় অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।
আনার সুযোগ না থাকায় এস্কেভেটর দুইটি সাময়িক ভাবে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক চারটির একটির ইঞ্জিন নষ্ট করে দেওয়া হয়েছে।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন ফেনী জেলা প্রশাসনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।