নিহারেন্দু চক্রবর্তী- ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড় বাজার এলাকায় জামায়াতে ইসলামীর
চাতলপাড় ইউনিয়ন শাখার জনসংযোগ কার্যক্রমে অংশ নেওয়ার প্রাক্কালে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জসিমউদ্দীন ওরফে আমির মিয়া গুরুতর আহত হয়েছেন।
আতর্কিত ওই হামলায় আহত জামায়াত নেতা জসীমউদ্দিন ওরফে আমির বুধবার (২৩ এপ্রিল) সকালে জনসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করতে রওয়ানা দিলে পথিমধ্যে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে জসিমউদ্দীনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
চাতলপাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আশরাফ হোসেন ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই আমাদের নেতা জনসংযোগে অংশ নিয়েছিলেন। তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী।
৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ফারুক আহাম্মেদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত একটি সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
জামায়াত নেতাদের দাবি: দোষীদের শাস্তি চাই
উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক জাহিদ হোসেন বলেন, এই হামলা একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। গণতান্ত্রিক অধিকারের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ ঘটেছে এতে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আমিনুল ইসলাম এক বিবৃতিতে বলেন, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার অধিকারকে দমন করতেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।