শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

রামুতে আর্জিনা নামে এক নারীর বাড়ি ও দোকান ভাংচুর করে নগত টাকা লুটপাট করেছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
এপ্রিল ১২, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলা রশীদ নগর ইউনিয়ন এর লম্বাঘোনা এলাকায় আর্জিনা আক্তারের বাড়ি হামলা করে দোকান সহ লুটপাট করেছে এখই এলাকার হাবিব নামে এক ব্যক্তির নেতৃত্বে।

শুক্রবার ( ১১ এপ্রিল) দুপুর ৪ টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড লম্বাঘোনা এলাকায় আরজিনা আক্তারের বসতবাড়িতে হামলা করেছে এবং তার বাড়ির পাশে ভাঙচুর করে মালামাল ও লুটপাট করে নগদ টাকা সহ নিয়ে যায় দুর্বৃত্তরা। খোঁজখবর নিয়ে যারা যায় সাম্প্রতি সময়ে আর্জিনা আক্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এই ভিডিও কে কেন্দ্র করে শুক্রবার দুপুর নামাজের পরে এলাকাবাসী কয়েকজন ব্যক্তি এবং কয়েকজন মহিলা টাকার বিনিময়ে থানার সামনে নিয়ে গিয়ে একটি মানববন্ধনের নামে নাটকীয় কাজ করেছে।পরে রামু থানায় একটি অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। পরে রামু থানা থেকে সরাসরি কয়েকজন ব্যক্তি ওই এলাকায় গিয়ে আর্জিন আক্তারের বাড়ি ও দোকান ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।এই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাবিব,কায়েদ আলাম কায়সার,আবুল কালাম জড়িত ছিলেন।তবে এখই এলাকার হাবিব,কায়েদ আলম কায়সার,জোয়ারিয়ানালা এলাকার ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম সহ তার বিরুদ্ধে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এডাল ভিডিও ভাইরাল করেছে।এই ভিডিও কে কেন্দ্র করে ভুক্তভোগী আর্জিনাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ধরনের মোটা অংকের টাকা দাবি করেছিলেন।চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে ঐ এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।শুক্রবার তার বিরুদ্ধে রামু থানার সামনে মানববন্ধন করেছে কয়েকজন মহিলা ও পুরুষ মিলে।এসময় রামু থানার ওসি মানববন্ধনে থাকা ব্যক্তিদের উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করতে বলেন। মানববন্ধনে উল্লেখ করা হয় আর্জিনা কে ওই এলাকা থেকে অপসারণ করা হয়।পরে রামু থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে তার বাড়িতে গিয়ে ব্যাপক হামলা চালায় ও ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী আর্জিনা আক্তার।

এই বিষয় নিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন কান্তি চৌধুরী জানান,শুক্রবার দুপুরে রশিন নগর ইউনিয়নের লম্বাঘোনা এলাকার কিছু বাসিন্দা রামু থানার সামনে একটি মানববন্ধন করেছিলেন। এই মানববন্ধনে উল্লেখিত করা হয়েছে এখই এলাকার আর্জিনা নামে এক মহিলার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক ও অবৈধ কার্যকলাপের জড়িতে বলে অভিযোগ রয়েছে।এই অভিযোগে ভিত্তিতে এলাকাবাসীরা রামু থানার সামনে মানববন্ধন করেছে।তবে মানববন্ধনে যারা ছিল তাদেরকে সত্য পরামর্শ দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয়।পরে শুনলাম ওই মহিলার বাড়িতে হামলা করেছে তবে থেকে একদল পুলিশ পাঠানো হয়েছে এখনো হামলার বিষয় নিয়ে পুরোপুরি জানা হয়নি।যদি এসব অপরাধে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয় নিয়ে ভুক্তভোগী আর্জিনা আক্তার জানান,
আমাদের এলাকার প্রতিবেশী হাবিব নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাকে কো প্রস্তাব দিয়ে যাচ্ছিল,আমি তার কো-প্রস্তাবে রাজি না হওয়াতে গোপনে আমি গোসল করার একটি ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।এক পর্যায়ে শুক্রবার দুপুর দুইটার দিকে মানববন্ধন করার নামে নাটকীয়তা করেছে।তবে হাবিব রামু থানার সামনে স্থানীয় ব্যক্তিদের টাকার বিনিময়ে তাদেরকে মানববন্ধন করেন। ওসিকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল এই অভিযোগের সূত্র ধরে তারা থানা থেকে বের হয়ে বাড়িতে হামলা করে দোকান ভাঙচুর করেন।এই হামলায় প্রায় বিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।আমি এই বিষয় নিয়ে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।এই ঘটনায় বর্তমানে আমি নিরাপত্তাহীনায় রয়েছি।তারা আমাকে পেলে হত্যা করবে।বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতা রয়েছি। এই বিষয় নিয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছি।যারা আমার বাড়িটি ভাঙচুর করে এবং দোকান লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য সহযোগিতা কামনা করছি। কয়েকদিন আগে আমাকে হামলা করেছিল।এই হামলায় আমি গুরতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ