বশিরুজ্জামান, ঈদগাঁওঃ
ফিলিস্তিনে ইসরায়েলি নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ঈদগাঁও উপজেলাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ৩ টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ইসলামিক দল, ইমাম-উলামা ও সাধারণ জনগণের ব্যানারে হাজার হাজার তৌহিদি জনতা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করে। ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঈদগাঁও বাসস্টেশন এলাকা প্রদক্ষিণ করে বাসস্টেশনের পুলিশ বক্সের সামনে গিয়ে সমবেত হয়। সেখানে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদী সমাবেশে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে উঠে ঈদগাঁও বাসস্টেশন। উপস্থিত সমবেত জনগনের উদ্দেশ্যে বিভিন্ন আলেম ওলামাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আল-আকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এ স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এ গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ নিতে হবে। সেই সাথে ইসরাইলিপণ্য বর্জন করতে হবে। তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মানবতার পক্ষে কর্যকরী পদক্ষেপ নিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি হাফেজ জহিরুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, নাগরিক পার্টির সদস্য তারেকুর রহমানসহ আরও অনেক। পরে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ শেষ হয়।