বশিরুজ্জামান ঈদগাঁওঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নিত্যদিনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত ছয় লেন বাস্তবায়নের দাবিতে আজ শনিবার ৫ এপ্রিল সকাল ১০টার দিকে ঈদগাঁও বাসস্টেশনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা প্রধান উপদেষ্টা ও সড়ক পরিবহন উপদেষ্টাকে লক্ষ্য করে বলেন, এই সড়কে আমরা আর লাশের মিছিল দেখতে চাই না। বিগত বছরে দেশের জনসংখ্যা ও
যানবাহন সংখ্যা বৃদ্ধি হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবহেলিত পড়ে আছে। কোথাও কোনরূপ উন্নয়ন হয়নি। এই ভাবে অবহেলায় পড়ে থাকলে দিনদিন অগণিত লাশের সারি বৃদ্ধির পাশাপাশি স্বজন হারানো প্রিয়জনদের বাড়ছে দীর্ঘশ্বাসের বেদনা।
তারা আরও বলেন, সরকার কক্সবাজারের লবণ শিল্প, পর্যটন শিল্প, মৎস শিল্প, রাবার শিল্পসহ বিভিন্ন শিল্প থেকে প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছে । তারপরও বিগত অর্ধশত বছর যাবত এ মহাসড়কটি উন্নয়ন প্রকল্পে কোনপ্রকার উদ্যোগ নেয়নি। বরং তারা ছিল জনগণের টাকা নিয়ে তাদের স্বজনদের নামে অপ্রয়োজনীয় নানা প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত। যার ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এ মহাসড়কের যাত্রীরা। সর্বশেষ বিগত ঈদের খুশিতে দুই দিনে এই মহাসড়কের চট্টগ্রামের চুনতিতে তরতাজা সতেরোটি প্রাণ মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেছে এবং অসংখ্য আহত হয়েছে।
যার কারণ এই অঞ্চলের জনগণকে দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য করেছে। ঘটনা পরবর্তী সড়ক ও পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম মহানগর জামায়াত আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত চার লেনে মহাসড়কটি নির্মাণের ঘোষণা দেন।
বক্তারা দাবি করেন, যেহেতু কক্সবাজারের পর্যটন শিল্প ও রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে সারাবছর সারাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ও বিদেশী মেহমানরা কক্সবাজারমুখি সেহেতু অব্যাহত দুর্ঘটনা এড়াতে হলে এই মহাসড়কটি চার লেনের পরিবর্তে দ্রুত ছয় লেন বাস্তবায়ন করতে হবে। তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কর্মীরা তাদের এ প্রাণের দাবি আদায়ে অংশ গ্রহণ করেন।