কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রামু থানার অফিসার ইনচার্জ জনাব ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে এক অভিযানে কুখ্যাত ছিনতাইকারী সেলিম ওরফে কুত্তা সেলিম গ্রেফতার হয়েছে।
বিশেষ অভিযান ও গ্রেফতার
মঙ্গলবার রাতে এসআই (নিঃ) রাহুল রায়, এএসআই (নিঃ) বিপ্লব চন্দ্র দাশ এবং সঙ্গীয় ফোর্স রামুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে।
কুত্তা সেলিমের অপরাধ কর্মকাণ্ড
✅ নিজস্ব ছিনতাইকারী দল গঠন করে দীর্ঘদিন ধরে রামু থানাধীন চা বাগান, রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও রাবার বাগান এলাকায় দর্শনার্থীদের জিম্মি করে সর্বস্ব লুট করতো।
✅ তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি প্রস্তুতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।
✅ রামু থানা পুলিশ এর আগেও তাকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করেছিল।
পুলিশের সতর্ক বার্তা
রামু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে ছিনতাই বা কোনো অপরাধের শিকার হলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এ অভিযানে সফলতার জন্য কক্সবাজার জেলা পুলিশ ও রামু থানা পুলিশ প্রশংসিত হয়েছে।