দেশের নানা প্রান্তে বয়ে চলা মাঝারি তাপপ্রবাহ ঈদের তিন দিনেও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বিকেলে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজধানী ঢাকাসহ বরিশাল, রাজশাহী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও মৌলভীবাজারের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে বয়ে যাবে মাঝারি তাপপ্রবাহ। তবে সিলেট ও তার আশপাশের এলাকায় ঈদের দিন বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ৩ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়বে জানিয়ে তিনি বলেন, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ঈদের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
আজ ২৯ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহী জেলায়।
চৈত্রের শুরুতে হালকা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিললেও চৈত্রের শেষ দিকে এসে তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে প্রথম দফায় দেশে মৃদু তাপপ্রবাহের দেখা মিলেছে এ মাসের ১৮ তারিখে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ৩ এপ্রিল থেকে তাপপ্রবাহ মাঝারি থেকে ‘তীব্র’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে ৩৬ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রির মধ্যের তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ ও ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত তীব্র তাপপ্রবাহ ও ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে মারাত্মক তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়েছে।