পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে জামায়াতে ইসলামী শহর ২নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে সংযম, ধৈর্য ও নৈতিকতার চর্চা করার মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আমাদের উচিত এই শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা।”
উপস্থিত ব্যক্তিবর্গ
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
✅ এলাকার সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ
✅ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী
✅ শহর জামায়াতে ইসলামী ও জামায়াতে ইসলামী জেলার বিভিন্ন নেতা-কর্মী
✅ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন
আলোচনা সভা শেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে ইফতার আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “রমজানের শিক্ষা ও তাৎপর্য ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই মহতী আয়োজনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।