ছৈয়দুল আমিন সাঈদ – কক্সবাজার।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ রমজান ফেডারেশনের জেলা অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। তিনি বলেন, “মাত্র ৩১৩ জন সাহাবী মহান আল্লাহর গায়েবী সাহায্যে ১,০০০ কাফেরের বিরুদ্ধে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। সেখান থেকেই ইসলামের বিজয়ের সূচনা। বদরের এই চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং তা অনুসরণ করেই পথ চলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ মুহসিন। সভায় সভাপতিত্ব করেন শহর শাখার সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুল হাকিম মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অর্থ সম্পাদক জসিম উদ্দিন, শহর শাখার অফিস সম্পাদক আমির আহাম্মদ, শ্রমিক নেতা আলমগীর তুষার, ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিল শেষে বদর যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।