মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

আরসার প্রধান আতাউল্লাহ জুনুনিসহ র‍্যাবের হাতে গ্রেফতার ৬ জন।

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
মার্চ ১৮, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন অভিযানে র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার হয়েছে রোহিঙ্গা উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী। তার সঙ্গে আরও ৬ জন সহযোগীকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের পরিচয়:

১. আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮) – আরসার প্রধান
2. মোস্তাক আহাম্মদ (৬৬)
3. সলিমুল্লাহ (২৭)
4. মোসা. আসমাউল হোসনা
5. হাসান (১৫)
6. মনিরুজ্জামান (২৪)

উদ্ধারকৃত আলামত:

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে –
নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা
একটি ধারালো চাকু
স্টিলের ধারালো চেইন (দুই পাশে হাতলবিশিষ্ট, দাঁতযুক্ত অস্ত্র) উদ্ধার করা হয়।

আতাউল্লাহ আবু আম্মার জুনুনী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। আরসার প্রধান হিসেবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং সীমান্ত এলাকায় তার নেতৃত্বে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত