শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কক্সবাজারে পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
মার্চ ১৪, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে এসে প্রধান উপদেষ্টা পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় যোগ দেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে এ সভায় প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সভায় অংশ নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আঁর হতা হইবাল্লাই ন আইয়ি, অনারাত্তুন জাইনত আইসসিদে।” যার অর্থ— “আমার হাতে সময় নেই, তাই এখনই আসতে পারছি না, তোমরা আগে গিয়ে বসো।”
সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনিক কর্মকর্তারা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফ্লাইটে কক্সবাজারে আসেন ড. ইউনূস।
বিকেল ৫টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ‘মেগা’ ইফতারেও অংশ নেন।

সভায় কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশবান্ধব পর্যটনের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন পর্যটন উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা তাদের মতামত উপস্থাপন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করেও কক্সবাজারের পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভা শেষে ড. ইউনূস বলেন, “কক্সবাজারের উন্নয়ন শুধু পর্যটনের জন্য নয়, বরং এটি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ