ছৈয়দুল আমিন সাঈদ – কক্সবাজার।
ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএলডিসি) প্ল্যাটফর্ম
কক্সবাজার এর উদ্যোগে ২৮জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১০ঘটিকার সময় পূর্ব কলাতলী চন্দিমা মাঠ ১নং ওয়ার্ড় ঝিলংজা সদর কক্সবাজার এলাকায়
প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিলুফা ইয়াছিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার হেলপ নির্বাহী পরিচালক, আবুল কাসেম।
কক্সবাজার ডিএলডিসি প্লাটফর্মের সভাপতি আমিন উল্লাহ আমিন।
কক্সবাজার ডিএলডিসি প্লাটফর্মেরসাধারণ সম্পাদক
মোঃহোসেন (সুমন)।
সাংগঠনিক সম্পাদক, মুজিবুর রহমান সোহেল।
সদস্য রানা মল্লিক, ইউছুফ আলী।
কক্সবাজার ঝিলংজা পূর্ব কলাতলী চন্দিমা মাঠ বায়তুল নুর জামে মসজিদের প্রধান উপদেষ্টা জহির আহমেদ।
কক্সবাজার ঝিলংজা পূর্ব কলাতলী চন্দিমা মার্ঠ আদর্শ সমাজ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলম।