বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

মাদ্রাসা আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানার ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
জানুয়ারি ২২, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ
আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানার

ছৈয়দুল আমিন সাঈদ

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড, দক্ষিণ পাহাড়তলী, আবু হুরায়রা নগর (নজির হোসেন ঘোনা) এর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানার ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ১৭ই জানুয়ারি রোজ জুমাবার সকাল ১০ টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসার পরিচালক মাওলানা নুর হোছাইনের ঐকান্তিক প্রচেষ্টা ও সমাজ কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক সভায় সভাপতিত্ব করেন আবু হুরায়রা নগর সমাজ কমিটির প্রধান উপদেষ্টা ও মাদ্রাসা আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ খালেদ সাইফী। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন। উপস্থিত ছিলেন আবু হুরায়রা নগর সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম (বাবুল) ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন রিশাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, দারুল আমান ট্রাস্টের পরিচালক মাওলানা হাসেম, বিশিষ্ট সমাজ সেবক জনাব আবুল কালাম মুন্সি।

হিফজ সম্পন্নকারী ৬জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান করা হয়। নূরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিক্ষায় এ+ প্রাপ্তদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। একডেমিক এ+ প্রাপ্তদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত বার্ষিক সভায় প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন ঢাকা মোহাম্মদপুর হাজ্বী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া সিদ্দিকীয়ান নুরিয়া শামসুদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আবু বকর সিদ্দিক আল-বুখারী। উক্ত বার্ষিক সভায় নবগঠিত মাদ্রাসা আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটিতে মাওলানা খালেদ সাইফীকে সভাপতি ও মাওলানা নেজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে মঞ্চে ঘোষণা করা হয়।

সভায় সভাপতির বক্তব্য মাওলানা মোহাম্মদ খালেদ সাইফী বলেন এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে দেশবরেণ্য ইসলামী আলোকগণের কোরআন সুন্নাহর আলোকে হেদায়তী আলোচনার মানুষ ঈমানী চেতনা সমৃদ্ধ হয়ে নিজে খাপ কাজ থেকে বিরত ভাল কাজের প্রতি আগ্রহ সৃষ্টি, ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে বাধা প্রদান, মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে, সমাজের বিশৃংঙ্খলা দূর হয়, সমাজে শান্তি ফিরিয়ে আসে। আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সাথে নিয়ে অত্র মাদ্রাসার সর্বিক উন্নয়নে নিরলশ ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানকে একটি আধুনিক মাদ্রাসায় গড়ে তোলা হবে।

সভাপতি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহনে মাহফিল সু-সম্পন্ন করায় কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন। পরিশেষে প্রধান বক্তার মোনাজাতে দেশ ও মানুষের নিরাপত্তা এবং ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে মাহফিল সমাপ্ত হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত