শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

সকল মৃত্যুই পরকালকে স্মরণ করিয়ে দেয় : ৮ আইনজীবীর স্মরণসভায় জেলা জজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক..
জানুয়ারি ১০, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

দুনিয়ার সাময়িক সফর শেষ করে চিরবিদায় নিয়ে পরকালে পাড়ি জমানোর নিশ্চিত বিষয়টি মৃত্যুকে বার বার স্মরণ করিয়ে দেয়। তাতে মানুষ সীমা লঙ্ঘন করতে ভয় পায় এবং আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করে।

 

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৮ জন প্রয়াত আইনজীবী স্মরণে আয়োজিত ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ একথা বলেন। জেলা জজের এজলাস কক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ৮ জন প্রয়াত আইনজীবীর জীবনী পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী।

সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ প্রয়াত আইনজীবীদের জীবনী আলোকপাত করে আরো বলেন, সকল মৃত্যুই বেদনাদায়ক। প্রয়াত আইনজীবীরা জীবদ্দশায় কর্মরত থেকে বিচারকাজে আদালতকে প্রতিনিয়ত সহায়তা করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। নাগরিকদের বিচারিক সেবা দিয়েছেন। বিচার বিভাগকে সমৃদ্ধ করেছেন। তিনি আরো বলেন, মানুষ ভুলের উর্ধ্বে নয়। তাই প্রয়াত আইনজীবীদের সকল দোষ ও ভুলত্রুটি সকলকে ক্ষমার চোখে দেখার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, অ্যাডভোকেট নেজামুল হক ও গীতা পাঠ করেন, অ্যাডভোকেট মৃণাল কান্তি চক্রবর্তী। প্রয়াত ৮ জন আইনজীবী হচ্ছেন-অ্যাডভোকেট ওসমান আলী, অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্র, অ্যাডভোকেট মোহাম্মদ নুর উল আলম, অ্যাডভোকেট সাঈদ হোসাইন, অ্যাডভোকেট মোঃ সালাহউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরী, অ্যাডভোকেট মোক্তার আহমদ ও অ্যাডভোকেট ওয়াহেদা রহমান।

ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠানে বিচারকদের মধ্যে, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম, তৃতীয় ও পঞ্চম আদালতের বিচারক যথাক্রমে মোঃ রবিউল আলম, মোহাম্মদ আবদুল কাদের ও নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালতের বিচারক যথাক্রমে মোঃ আমিরুল কাদের চৌধুরী ও মোঃ আবুল মনসুর সিদ্দিকী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি, সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, সহকারী জজ মোহাম্মদ রুহুল আমিন, সহকারী জজ মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠানের পর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি মিলনায়তনে মৃত্যুবরণ করা ৮ জন আইনজীবী স্মরণে সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ারের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট নুরুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, অ্যাডভোকেট ছৈয়দ আলম, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট আমির হোসাইন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট কাসেম আলী, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, অ্যাডভোকেট খোরশেদ আলম ভুলু, মরহুম অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরীর সহধর্মিণী শফিকা আক্তার, মরহুম অ্যাডভোকেট নুর উল আলম এর কন্যা অ্যাডভোকেট ইমা, মরহুম অ্যাডভোকেট ওয়াহেদা রহমান এর পুত্র আশরাফ হোসেন, প্রয়াত অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্রের পুত্র তম্ময় প্রমুখ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

এমন বিস্ফোরণের শব্দ আগে শোনেনি কেউ, টেকনাফজুড়ে আতঙ্ক

চট্টগ্রাম-কক্সবাজারে বিশেষ ট্রেন বন্ধ করলো রেলওয়ে

উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দালালি করে জিরো থেকে হিরো কে এই পেকুয়ার সরওয়ার !

কাউকে আক্রমণ করবে না বাংলাদেশ, তবে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১০০ নয়, মহেশখালীসহ মাত্র পাঁচ অর্থনৈতিক অঞ্চলে কাজ করবে সরকার

হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আ.লীগ: ফখরুল

উখিয়ার সাংবাদিক শ.ম.গফুর’কে ঘুমধুম সীমান্তের চোরাকারবারি সিন্ডিকেটের দালালের হুমকি

সকল মৃত্যুই পরকালকে স্মরণ করিয়ে দেয় : ৮ আইনজীবীর স্মরণসভায় জেলা জজ