মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

রামুতে কলেজের নামে বন্দোবস্ত সেই ১৫৬ একর বনভূমি বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক..
জানুয়ারি ৭, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে নিয়মবহির্ভূতভাবে দেওয়া ১৫৫.৭০ একর বনভূমির বরাদ্দ বাতিল করেছে সরকার। এটিএম জাফর আলম মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর এ বরাদ্দ বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। সেই চিঠি কক্সবাজারে না পৌঁছালেও বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা সমকালকে বলেন, দেশে যে পরিমাণ বনভূমি দরকার, তা নেই। তাই যতটুকু বনভূমি টিকে আছে, তা রক্ষা করতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। সেই কারণে বনভূমির এ বন্দোবস্ত বাতিল হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন জানায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়। ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে এ বন্দোবস্ত দেওয়া হয় ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকায়। পরে নাম পরিবর্তন করে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।
বন বিভাগ সূত্র জানিয়েছে, বরাদ্দপত্রে ভূমি মন্ত্রণালয় দেশের অন্যতম জীববৈচিত্র্য-সমৃদ্ধ এ বনভূমিকে অকৃষি খাসজমি দেখায়। অথচ ওই জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি। এ নিয়ে তারা বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তিও জানিয়েছিলেন। তবে নিয়মবহির্ভূতভাবে বন্দোবস্ত দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ২১ আগস্ট ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মাসুদ কামালের সইয়ে এক চিঠির মাধ্যমে এ বন্দোবস্ত বাতিল করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়ামিন হোসেন জানান, তিনি এখনও চিঠি হাতে পাননি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, জীববৈচিত্র্যপূর্ণ ওই ভূমি বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। বিশেষ করে মহাবিপন্ন প্রজাতির এশীয় বন্যহাতির একটি দল সেখানে নিয়মিত বিচরণ করে। প্রাণ-প্রকৃতি সংরক্ষণের স্বার্থে এ বনভূমি রক্ষা করা প্রয়োজন। এর আগে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায় রক্ষিত বনের ৭০০ একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে দেওয়া বন্দোবস্ত বাতিল করেছিল সরকার। ওইবারও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বনভূমির বরাদ্দ বাতিলে অনুরোধ করেছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ