নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে তার বাসায় সস্ত্রীক দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সেনাপ্রধানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় প্রবেশ করে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতকালে সেনাপ্রধান প্রায় পৌনে এক ঘণ্টা সেখানে অবস্থান করেন।
এসময় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন।
ফজলে এলাহি আকবর বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় এসেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সঙ্গে উনার স্ত্রীও ছিলেন।
”সেনাপ্রধান ম্যাডামের স্বাস্থ্যে খোঁজখবর নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন তিনি।”
চলতি সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।