সোমবার , ১ জুলাই ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. খেলা
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. ধর্ম
  12. নোটিশ-বিজ্ঞপ্তি
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রতিবন্ধী ব্যাক্তিদের শিক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করল অপকা

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
জুলাই ১, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

গ্রামীণ পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্গানাজেশন ফর দ্যা পূয়র কমিউনিটি এডভান্সমেন্ট (অপকা)

এলক্ষ্যে লিলিয়ান ফান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজএ্যাবেলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি),র সহযোগিতায় অর্গানাজেশন ফর দ্যা পূয়র কমিউনিটি এডভান্সমেন্ট (অপকা)’র বাস্তবায়নে চাইল্ড এম্পায়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পটি আওতায় ৩০ জুন রবিবার বিকেলে কর্মসূচীতে ফ্রী থেরাপি চিকিৎসা প্রদান সহ পিছিয়ে পড়া ১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও সাত জন প্রতিবন্ধী ব্যাক্তিকে (তাদের প্রয়োজন অনুযায়ী) শিক্ষা উপকরন (খাতা,কলম,পেনসিল, ছাতা,বই,জ্যামিতি বক্স,ক্যালকুলেটার) ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো : নূরে আলম মজুমদার, অপকা,র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুপম বড়ুয়া, সিবিআর রিংকু বড়ুয়া, থেরাপিষ্ট সুজন মিয়া।

এ সময় বক্তা ও সুবিধাভোগীরা বলেন, বাইরে থেকে থেরাপি চিকিৎসা নিতে একবারে কমপক্ষে ৫০০/১০০০ টাকা খরচ হয়, আর ডাক্তারের চিকিৎসা পত্র অনুযায়ী ঔষধ কেনা আমাদের জন্য অনেক কষ্টকর।

এখানে এসে আমাদের অনন্ত এ খরচ গুলো থেকে রেহায় পাচ্ছি অন্যদিকে অর্থের অভাবে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের নূন্যতম শিক্ষা উপকরন কিনতে পারেনা।

তাই বেসরকারী। সংস্থা সাথে সাথে সমাজের বৃত্তবারদের ও এগিয়ে আসার জন্য আহবান জানান উপস্থিত সকলে।

উল্লেখ্য, রামু উপজেলার চাকমার কুল, কাউয়ার খোপ, জোয়রিয়া নালা ও ফতেখাঁর কুল ৪টি ইউনিয়নের ২০০ প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীদের নিয়ে ২০২৩ সাল থেকে কাজ করে আসছে অপকা ।

সর্বশেষ - বিশেষ সংবাদ