বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে মো. আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলি গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
শনিবার (২৯ জুন) দুপুরে পাহাড়ের পাশে কাজ করার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর প্রতিদিনের মতো বাড়ির পাশে কাটা পাহাড়ের পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ করে আগে থেকে কাটা এ পাহাড় থেকে মাটি ধসে তার ওপর পড়ে। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘ঘটনা সত্য। পাহাড় ধসে পড়ে তার মৃত্যু হয়েছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘পাহাড়ধসে আবু বক্কর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।’

 
                    







 
                                     
                                    








