বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

‘আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক’

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
জুন ২৭, ২০২৪ ৯:১৯ পূর্বাহ্ণ

আজমা ফল্লাহ ও দুই স্ত্রীকে নিয়ে আরমান

গত ২১ জুন থেকে শুরু হয়েছে বিগ বসের তৃতীয় সিজন। সালমান খানের পরিবর্তে এবার অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনিল কাপূর। এবারের সিজনে রয়েছে বেশ কিছু চমক।

যাদের মধ্যে রয়েছেন ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী। নেটদুনিয়ায় দুই স্ত্রীকে নিয়ে ভাইরাল আরমান। তাদের ভিডিও কিংবা কোনো কর্মকাণ্ড মানেই আলোচনার সৃষ্টি। বিগ বসের ঘরে পা রেখেই সেই আলোচনায় আরও ঘি ঢেলেছেন এই তিনজন।

দুই স্ত্রীকে নিয়ে ভ্লগ বানিয়ে কম বিতর্কের সৃষ্টি করেন আরমান। বিগ বসের ঘরে এসেও হয়েছেন কটাক্ষের শিকার। আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লাহ।

আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, তেমনই যেন একজন নারী দুই স্বামীকে নিয়ে এই প্রতিযোগীতায় যেতে পারেন সেটাই মন্তব্য করেছেন তিনি। এক্ষেত্রে আজমার যুক্তি, সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

এক ভিডিও বার্তায় এই মডেল বলেন, ‘আজ আমি বিগ বস ওটিটির তৃতীয় সিজন নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন, ওদের কোনও সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনও সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো, আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে প্রতিযোগীতায় এসেছেন, সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না? আমরাও তখন দুজন স্বামীকে নিয়ে খুশি থাকব।’

জানা যায়, আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে স্ত্রী পায়েলের বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দ্বন্দ্ব খুলনায়, খুন হন কক্সবাজারে এসে কাউন্সিলর রাব্বানী।

পেকুয়ায় গহিন অরণ্যে ব্যতিক্রমধর্মী বিশ্ব পরিবেশ দিবস পালন করলো বাপা

কোথায় গিয়ে ঘর বাঁচাবো, কোনো দিশা পাচ্ছি না

যে দোয়া পড়ে সাপ-বিচ্ছুর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাইবেন

রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয়

খুনি ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার আহাজারি

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহ ১০ জেলায়

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় ২ আসামীর যাবজ্জীবন

পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১৬

বায়ুদূষণে ২০২১ সালে বাংলাদেশে ২ লাখ ৩৫ হাজার মৃত্যু-ইউনিসেফ