বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বাক স্বাধীনতাকে দেশের সংবিধানে সমুন্নত করেছিলেন বঙ্গবন্ধু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক..
জুন ২০, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধানে চিন্তা-বিবেক ও বাক স্বাধীনতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুন্নত করেছিলেন। জনগণের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (২০ জুন) কক্সবাজারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ‘তথ্য অধিকার আইন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক উভয়ের স্বার্থ রক্ষা হয় বিষয়টি মাথায় রেখে কম সময়ের মধ্যেই শ্রম আইন ও বিধিমালা হালনাগাদের কাজ চলছে। শ্রমিক-মালিক মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।

নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, কক্সবাজারের চারপাশে চলমান মেগা প্রকল্পের দিকে তাকালেই বুঝা যায় দেশ ধীরে ধীরে স্মার্ট হচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত কল্পে তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি। কর্মহীনতা দূর করে সব শ্রেণী-পেশার সার্বিক কল্যাণ নিশ্চিত করেই বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ সম্ভব।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে তথ্য অধিকার নিয়ে সূচনা বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপসচিব বিমলেন্দু ভৌমিক।

এসময় তথ্য অধিকার আইন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক নানা বিষয় উপস্থাপন করেন মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ.এস.এম. মেহরাব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মো. ফোরকান আহসান, কক্সবাজার কার্যালয়ের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখ্খারুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক-শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এছাড়া কর্মশালায় অন্যান্যের ভেতর বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - বিশেষ সংবাদ