বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

দেশের কারাগারগুলোতে বন্দি ৬৪ হাজার

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
জুন ২০, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

বর্তমানে দেশের কারাগারগুলোতে ৬৩ হাজার ৮৩০ জন আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কাউকে কোনও রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিদের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবে মাদকের বিরুদ্ধে জনগণকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা কিন্তু বসে নেই, আমাদের কারাগারগুলোতে প্রায় ৫০ ভাগ মাদক কারবারি আটক রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই পাচ্ছে মাদক কারবারিদের আটক করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারাগারের ধারণ ক্ষমতা এখন ৪২ হাজার ৮৬৬। বিএনপি, বিরোধী দলে ছিল যারা তারা নানান ধরনের কথা বলে। তাদের নাকি ২৬ হাজার, ২০ হাজার, ২২ হাজার আটক রয়েছে। এই মুহূর্তে আমাদের ৬৩ হাজার ৮৩০ জন বিভিন্ন কারাগারে রয়েছে। এই সংখ্যা মাঝে মাঝে বাড়ে এটা সঠিক, কিন্তু আমরা কাউকে কোনও রাজনৈতিক কারণে গ্রেফতার করিনি।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অপরাধে, অভিযোগে, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা এসব অপরাধে আমরা গ্রেফতার করেছি। যারা সন্ত্রাস করে, রাজনৈতিক ইশারায় সন্ত্রাস করে, তাদের ধরা হচ্ছে। কারাগার এটা শোধনাগার, আমরা কারাগার বলি না, আমরা এখানে সেই ব্যবস্থাই চালু করেছি। কারাগারের নতুন আইন হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় একটি জাদুঘরের মতো করছি। সেখানে বঙ্গবন্ধু এবং আমাদের জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত একটা অংশ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় মানুষ পুলিশ দেখলে ভয় পেতো। এখন পুলিশ সাধারণ মানুষের আস্থা-বিশ্বাসের জায়গায় চলে এসেছে। যেকোনও ব্যক্তি ৯৯৯-এ ফোন করলে পুলিশ হাজির হচ্ছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস হাজির হচ্ছে। পুলিশ এখন জনগণের সেবক হয়েছে। এখন জনগণ পুলিশের কাছে যায়। একইভাবে এলিট ফোর্স, র‌্যাব দক্ষতা সক্ষমতার মাধ্যমে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

আফগান সীমান্তের কাছে বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল প্রত্যাহারের দাবিতে ছাগলনাইয়ায় গ্রাহক সমাবেশ ও মানববন্ধন।

রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান

টেকনাফে ৭দিন পর অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার

কোথায় গিয়ে ঘর বাঁচাবো, কোনো দিশা পাচ্ছি না

সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা

সৈকতে মূর্তিমান আতঙ্ক অর্ধডজন বিচকর্মী

জনগণের নির্বাচিত সরকার

জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ

বাঙ্গালহালিয়ায় নব নির্বাচিত ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতির প্রথম সভা