বুধবার , ১৯ জুন ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. খেলা
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. ধর্ম
  12. নোটিশ-বিজ্ঞপ্তি
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

“বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও বন্ধুত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে”

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
জুন ১৯, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব কালারমারছড়ার (চুসাক) উদ্যোগে শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে “ঈদ পুনর্মিলনী -২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) ইউনুছ খালী স্কুলের অডিটোরিয়ামে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই মিলনোৎসব।

মুক্তিযোদ্ধা রকিয়ত উল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, কক্সবাজার-৩ আসনের এমপি আশেক উল্লাহ রফিক। তিনি তার বক্তব্যে বলেন, “চুসাকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও বন্ধুত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিনিয়র সহকারী সচিব এটিএম কামরুল ইসলাম। তিনি বলেন, “চুসাকের এই ধরণের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশা করি।”
এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে ড. রশিদ জাহেদ বলেন, দিম দিন নৈতিকতার অবক্ষয় হচ্ছে ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। একটি সুন্দর সমাজ বিনির্মানে সুস্থ সংষ্কৃতি ও নৈতিক শিক্ষা প্রসারে কালারমারছড়ায় আগামীতে চুশাক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য করেন মুক্তিযোদ্ধা রকিয়ত উল্লাহ, চুসাকের আহবায়ক মো: মনছুর আবেদিন, সদস্য সচিব সালাউদ্দিন কাদের, সমন্বয়ক অহিদুল ইসলাম খোকা, দৈনিক পূর্বকোণের কক্সবাজার জেলা প্রতিনিধি এরফান হোছাইন, রাজনীতিবিদ মো: রুহুল আমিন, অধ্যক্ষ মো: মুবিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য পরিচয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, অতিথি সহ চবির সফল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ, প্রতি ওয়ার্ড থেকে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দময় সময় পার হয়।

চুসাকের এই ঈদ পুনর্মিলনী -২০২৪ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ