বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. খেলা
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. ধর্ম
  12. নোটিশ-বিজ্ঞপ্তি
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহপরীর দ্বীপ সীমান্তে রাতভর গোলার বিকট শব্দ

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
জুন ১৩, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে এবার মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে টেকনাফের শাহপরীর দ্বীপে।

বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া গোলাগুলির শব্দ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত চলে। এ নিয়ে শাহপরীর দ্বীপ সীমান্তের স্থানীয়রা আতঙ্কে আছেন। এছাড়া টেকনাফের সাবারাংয়ের নয়াপাড়া এলাকায় ভারী গোলার আওয়াজ শোনা গেছে বলে জানা যায়।

শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার বিকট শব্দের বিষয়টি স্বীকার করে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস বলেন, রাতে সীমান্তে অনেক গুলির শব্দ শোনা গিয়েছে। এখানে নাফ নদ থাকায় আমরা গোলার শব্দ শুনলেও ঠিক ওপারে কোন এলাকায় এ ঘটনা ঘটেছে সেটা বলা মুশকিল। সকালেও ওপারে গোলার শব্দ পাওয়া গেছে। রাতে এত বেশি বিকট আওয়াজ ছিল যে ঘুমাতে পারেনি।

রাত ১২টায় সরেজমিনে দেখা যায়, শাহপরীর দ্বীপের প্রধান সড়কের মোড়ে মোড়ে মানুষের দেখা মেলে। এসময় তাদের মাঝে মিয়ানমারের গোলার বিকট শব্দ নিয়ে কথা বলাবলি করতে শোনা যায়। এ নিয়ে অনেকে আতঙ্কের কথা জানিয়েছেন।

এসময় শাহপরীর দ্বীপের বাসিন্দা শাহীন আলম বলেন, মিয়ানমারের গোলার বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে এসেছি। গোলার শব্দে এত বেশি যে, কোনোভাবেই ঘুমাতে পাড়ছিলাম না। মাঝে খুব ভয়ে ছিলাম, যদি গোলা এপারে এসে পড়ে তাহলে সীমান্তে বসবাসকারীদের কি হবে?

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, আমরা জেনেছি ওপারে তীব্র যুদ্ধ হচ্ছে, ফলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে তাই সীমান্তরক্ষীরা সর্তক অবস্থানে আছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নাফনদের শাহপরীর দ্বীপ সীমান্তে মিয়ানমারের জলসীমানায় সে দেশের যুদ্ধ জাহাজ এসেছে। জাহাজটি রাতেও মৌলভীপাড়ার সীমান্তের ওপারে দেখা গেছে। এরপর রাত থেকে শুরু হয় মর্টার শেলের শব্দ।

শাহপরীর দ্বীপ বাসিন্দা স্থানীয় সাংবাদিক জসিম মাহামুদ নিজের ফেসবুকে লিখেছেন, মিয়ানমারের বিস্ফোরণে কাঁপছে শাহপরীর দ্বীপ। জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারে সংঘাত শুরু হওয়ার পর থেকে এমন বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি। আজকের আওয়াজগুলো খুবই মারাত্মক, কোনোভাবেই রাতে ঘুমানো যাচ্ছে না।

বেশ কিছুদিন বন্ধ থাকার পর শাহপরীর দ্বীপ সীমান্তে ব্যাপক গোলার শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দ্বীপের জেটিঘাটের বাসিন্দা নাছির উদ্দিন। তিনি বলেন, মিয়ানমারের ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এমনকি এ গোলার শব্দে এপারে মাটি কাঁপছে।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্তক অবস্থানে রয়েছি।

বৃহস্পতিবার সকালে জেটি ঘাট থেকে মোহাম্মদ নোমান বলেন, মিয়ানমারের গোলার শব্দে দ্বীপের সীমান্তজুড়ে আতঙ্কে আছেন মানুষ। এখনও আধা ঘণ্টা পরপর ওপারের শব্দ এপারে পাওয়া যাচ্ছে। তবে রাতে গোলার শব্দ শাহপরীর দ্বীপ বাজার পর্যন্ত পাওয়া গিয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ