উখিয়ার ধইল্যাঘোনা এলাকার ১০০ এর অধিক বাড়ির মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল করায়,এলাকাবাসীদের সাথে নিয়ে তার প্রতিকার চেয়ে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর সাথে সাক্ষাৎ করেন নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান সাংবাদিক রাসেল চৌধুরী
উক্ত সমস্যা সমাধানের জন্য দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং দায়িত্ব পালনকারী অফিসারের গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।ডিজিএম-উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস।
উখিয়া পল্লী বিদ্যুৎ এর অধিনে আবাসিক ও বানিজ্যিক ৬৭ হাজার গ্রাহক রয়েছে। সেচ গ্রাহক রয়েছে ১৮ শত। এ পর্যন্ত উখিয়া পল্লী বিদ্যুৎতের প্রায় ১০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে ডিজিএম জানিয়েছেন। গ্রাহকরা জানান মনগড়া বিদ্যুৎ বিল করার কারণে এ দশা হচ্ছে পল্লী বিদ্যুৎতের।