রবিবার , ২৬ মে ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ফুঁসে উঠছে ফিলিস্তিনিরা, তেলআবিবে হামলা শুরু

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
মে ২৬, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দেশটির হামলার বিরুদ্ধে আবার ফুঁসে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের সেনারা আবার ইসরায়েলের রাজধানী তেলআবিবে রকেট হামলা চালিয়েছে। রোববার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ চার মাস পর প্রথমবারের মতো তেলআবিবে হামলা চালিয়েছে হামাস। গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফাহ থেকে এ রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এ হামলার সময় অন্তত আটটি রকেট নিক্ষেপ করা হয়েছে। হামাসের ছোড়া রকেটের বেশিরভাগ প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার আলজাজিরা জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড টেলিগ্রামে এক বার্তায় তেলআবিবে হামলার খবর জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে যোদ্ধারা এ হামলা চালিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেলআবিবে অন্তত ১৫টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের এলাকা রাফাহ থেকে এ হামলা করা হয়েছে। এলাকাটিতে সম্প্রতি ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে।

সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিব ছাড়াও ইসরায়েলের শহর হার্জলিয়া ও পেতাহ টিকভাসহ বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে। টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা রকেট মাটিতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শহরের ঘোনার পাড়ার সোলাইমানসহ আটক ৫ : অস্ত্র উদ্ধার

টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক ছৈয়দ হোছাইন আজীবন থাকবে স্মৃতির মনি কোঠায়

পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ কক্সবাজার আসছেন আজ

আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানার

মাদ্রাসা আবু হুরায়রা (রা:) হেফজখানা ও এতিমখানার ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পর্যটকে মুখরিত কক্সবাজার সৈকত

ঈদের আনন্দে সাগরপাড়ে জনস্রোত, পর্যটকে মুখরিত কক্সবাজার সৈকত

উখিয়ার সাংবাদিক শ.ম.গফুর’কে ঘুমধুম সীমান্তের চোরাকারবারি সিন্ডিকেটের দালালের হুমকি

ভেজাল খাদ্য প্রতিরোধে অন দ্য স্পট স্ক্রিনিং, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জোর চেষ্টা চালাচ্ছেন মিয়ানমারের সরকার প্রধান

বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: বাণিজ্য উপদেষ্টা

বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার

বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি জেলে