বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. কক্সবাজার
  6. খেলা
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. ধর্ম
  10. নোটিশ-বিজ্ঞপ্তি
  11. বিশেষ সংবাদ
  12. বৃহত্তর চট্রগ্রাম
  13. মুক্তমত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

মহেশখালীর আবুল মাজন বাহিনীর হাতে ব্যবসায়ী মনজুর আলম গুরুতর আহত

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ
মে ২৩, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পুরান বাজার এলাকায় স্থানীয় মনজুর আলম নামে এক ব্যবসায়ীর উপর নির্মমভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসী’রা।

গত শনিবার (১৯ মে) রাত ২ টায় তিতামাঝির পাড়া বাসিন্দা আফলাতুনের ছেলে বাড়ি ফেরার পথে তার সাথে এই ঘটনাটি ঘটে।

পরে আহত ব্যবসায়ী মনজুর আলমকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশংকাজনক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসারত মনজুর আলমের বর্ণনা অনুযায়ী, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাজারে গ্যারেজে মোটরবাইক রাখার পর তাকে আক্রমণ করা হয়। হামলাকারীরা তাকে ব্যাপকভাবে মারধর করেন এবং তার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে ২ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

তিনি আরও বলেন, হামলার পিছনে জড়িতদের মধ্যে রয়েছে মৃত এখলাছ ফকিরের ছেলে আবুল মাজন, নুরুজ্জামান সিকদার, নুর হোসেন, সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল এবং আব্দুল জলিলের ছেলে আব্দুল মজিদ। এছাড়াও, এই হামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকার সন্দেহও রয়েছে। সবাই গাজা মদ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান।

সরজমিনে গিয়ে দেখা যায়, আহত ব্যবসায়ী মনজুর আলম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে বিভিন্ন কাটাছেঁড়া চিহ্ন রয়েছে এবং রক্তক্ষয় হচ্ছে।
পিটে চুরি দিয়ে মারাত্মক আঘাত করায় প্রায় ৩ ইঞ্জি পরিমাণ জখম হয়েছে। যার ফলে ৪ দিন ধরে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকরা রক্তক্ষয় বন্ধের চিকিৎসা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

আহত মঞ্জুরের বোনের স্বামী রিদুয়ানুল ইসলাম বলেন,মনজুর আলমকে মেরে ফেলার জন্য চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছেন। যারা হামলা করেছেন সবাই চিহ্নিত সন্ত্রাসী। এই হামলার জড়িত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের দ্রুত গ্রেফতার এবং একটি সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এই বিষয়ে অভিযুক্তদের মধ্য নুরুজ্জামান সিকদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয় কিন্তু ঘটনার বিষয়ে কিছু জানতে চাইলে বলতে রাজি নয় বলে ফোন কেটে দেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি সুকান্ত ভট্টাচার্য জানান, বিষয়টি আমলে নিয়ে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কোস্ট গার্ড ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১, আটক ১৬

রামুতে ভূট্টো, উখিয়ায় জাহাঙ্গীর ও টেকনাফে জাফর চেয়ারম্যান নির্বাচিত

ডাকাতের দৌরাত্ম্যে অতিষ্ঠ চকরিয়াবাসী

ফেনীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযানে ২ টি এক্সেভেটর ও ৪ টি ট্রাক জব্দ।

কক্সবাজারের সব তথ্য এখন এক ক্লিকে—চালু হতে যাচ্ছে ‘আমার কক্সবাজার’ অ্যাপ

ট্রেনের দাপটে কমছে বাস ভাড়া

ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা

স্রেফ ‘ডাকাতি’, টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস

ফেনীর শর্শদি,বালিগাও অভিযান চালিয়ে পিকআপ ও এক্সেভেটর জব্দ করেন এসিল্যান্ড সজিব তালুকদার।

ক্যাম্পকে ‘যুদ্ধক্ষেত্র’ ভেবে বড় হচ্ছে যে শিশুরা