সোমবার , ১৩ মে ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ-অনিয়ম
  2. অর্থ-বাণিজ্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. খেলা
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. ধর্ম
  12. নোটিশ-বিজ্ঞপ্তি
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কক্সবাজার সদর হাসপাতালে হাত বাড়ালেই বিশুদ্ধ পানি

প্রতিবেদক
সোনার বাংলা নিউজ৭১
মে ১৩, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা সদর হাসপাতালের বহি:বিভাগ ও আন্ত:বিভাগে হাত বাড়ালেই বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি পাবেন সাড়ে ৫ হাজার রোগী-রোগীর স্বজন ও ৭৫৯ জন স্টাফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আর্থিক সহযোগিতায় প্রথমবারেরমতো গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
রোববার সকালে প্রকল্পটি শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ড. মোহাম্মাদ মহিউদ্দীন।
জেলা সদর হাসপাতালের সুপারিন্টেন্ড্যান্ট ড. মং টিং নিউ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কক্সবাজারের সিভিল সার্জন ড. আসিফ আহমেদ হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কো-অর্ডিনেশন ফোকাল পারসন ড: সুকন্যা প্রীতি এবং ইউনিসেফ কক্সবাজারের ওয়াশ ম্যানেজার মুসা ড্রামি, ইউনিসেফ কক্সবাজারের হেলথ স্পেশালিস্ট ইসতিয়াক আহমেদ, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিহাদুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. রিপন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়্যা আফরোজ, ইউনিসেফ কক্সবাজারের ওয়াস স্পেশালিস্ট জাহিদ মামুন এবং ওয়াস অফিসার শাজেদা বেগম, ওয়াশ অফিসার মোহাম্মদ আলী, ডিএসকে’র পরিচালক এস.এম তারিক বিন জামিল নেওয়াজ এবং প্রকল্প ব্যবস্থাপক শরীফ উল্লাহ ভূইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে তৈরী হওয়া এই প্ল্যান্ট থেকে প্রতিদিন ২৪ হাজার লিটার পানি সরবরাহ করা যাবে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৫৪টি পানির ট্যাপ, ৩টি ভেন্ডিং মেশিন ওয়াটার এটিএম ও ৩টি আর ও ফিল্টারের মাধ্যমে একটি বিশেষ কার্ড পাঞ্চ করে পানির সুবিধা গ্রহণ করা যাবে। এতে করে হাসপাতালের স্টাফদের পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনরা সম্পুর্ণ বিনামূল্যে খাবার পানি পাবেন বলে জানিয়েছেন ইউনিসেফ কক্সবাজারের ওয়াশ ম্যানেজার মুসা ড্রামি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত