Sunday , 12 November 2023 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. বিজ্ঞান ও প্রযুক্তি
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সদর

প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো রেলওয়ে স্টেশ।

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন।

 

  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ১১ই  নভেম্বর কক্সবাজারে সেই আইকনিক রেলওয়ে স্টেশন শুভ উদ্বোধন করেন।

 

প্রতীকি অর্থে নয় সত্যিকার অর্থেই রেল নেটওয়ার্কের যুক্ত হয়েছে কক্সবাজারে, সম্ভাবনার আলো চারদিকেই উৎসব মুখর  পরিবেশ ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ টাকা লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করেন।

নতুন এই রেলস্টেশনে থাকছে  তারাকা মানের হোটেল শপিংমল , রেস্তোরাঁ, শিশুযন্ত কেন্দ্র,লাগেজ রাখার লকারসহ , আত্যাধুনিক সুযোগ সুবিধা।

 

দৈনিক ৪৬ হাজার মানুষের ধারণ ক্ষমতার শীততপ নিয়ন্ত্রিত আইকনিক রেলস্টেশন আরো আছে ডাকঘর,  কনভেনশন সেন্টার, তথ্যকেন্দ্র এটিএম বুথ,ও প্রার্থনার স্থান।

পরে তিনি ঝিনুক আদলে আইকনিক রেল স্টেশনে যেখানে এক সুধী সমাবেশ শেষে করে,  রেল স্টেশনের টিকিট কেটে  ট্রেনে করে ঘুরে দেখেন রেললাইনের কিছু অংশ।

 

 এরপর তিনি  চলে যান মহেশখালী উপজেলার মাতার বাড়িতে যেখানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় , সেখানে তিনি জাতির উদ্দেশ্য ও দেশের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং তিনি বলেন নৌকায় ভোট দিলে জনগণের উন্নয়ন হবে, জনগণের পাশে আমরা ছিলাম এবং আছি, জনগণের সেবা করার মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে, ইতোমধ্যে বাংলাদেশ একটি বিশ্বের দরবারে উন্নয়ন শীল দেশ হিসেবে পরিণত হয়েছে তাই জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।

পরে  তিনি, নৌকা মার্কায় ভোট চেয়ে জনসভা শেষ করেন।